ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

টাঙ্গাইলে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে ৫০০পিস ইয়াবাসহ মোজাম্মেল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‌্যাব-১২। বুধবার (৩১ মার্চ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রাবনা বাইপাস হামিদ সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত- মোজাম্মেল (৩০) কুড়িগ্রাম জেলার কথাকাটা উপজেলার পূর্ব পাখিউড়া গ্রামের জব্বার শেখের ছেলে। র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান বার্তা বাজারকে জানান, র‌্যাব-১২, সিপিসি-৩ আভিযানিক দল টাঙ্গাইলের সদর রাবনা বাইপাস হামিদ সিএনজি ফিলিং স্টেশন এর সামনে থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাম্মেল (৩০) কুড়িগ্রামের কথাকাটা উপজেলার পূর্ব পাখিউড়া গ্রামের জব্বার শেখের ছেলে। আসামীকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা, ১ টি মোবাইল এবং ১টি সিম কার্ডসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইলের সদর উপজেলাসহ অন্যান্য উপজেলার এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।আসামী টাঙ্গাইলের সদর উপজেলার এলাকাসহ আশেপাশে বিভিন্ন এলাকায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে। আসামীর বিরুদ্ধে টাঙ্গাইলের সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ads

Our Facebook Page